৬৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী : চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের দিনব্যাপি নানা আয়োজন

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের গৌরব ঐতিহ্যের ৬৭ বছর। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পালিত কর্মসূচির মধ্যে ছিলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা, শোভাযাত্রা, তপধ্বনি ও কনসার্ট।

IMG_20091231_171520

জানা গেছে, সকাল ৭টায় কেদারগঞ্জ জেলা ছাত্রলীগের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলী আহাম্মেদ ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদু। সকাল ১০টায় স্থানীয় হাসান চত্বর থেকে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ হাসান চত্বরে শেষ হয়। ওই স্থানে জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর সভাপতিত্বে ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি অ্যাড. ফিরোজ আহাম্মেদ, দপ্তর সম্পাদক মতিয়ার রহমান মতি, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি বিপ্লব, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবলীগের সদস্য মিলন, রাজ্জাক, বিপ্লব, জেলা ছাত্রলীগের সহসভাপতি শরিফ উদ্দিন, তারেক, বুলবুল, যুগ্মসম্পাদক ফরিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহাম্মেদ, রাশেদ, তরিকুল, ইনামুল, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সাধারণ সম্পাদক নাইম পারভেজ সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, জেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শফিকুল ইসলাম, উপদপ্তর সম্পাদক শিহাব, ছাত্রী বিষয়ক সম্পাদিকা শারমিন আরা ইতি, উপছাত্রী বিষয়ক সম্পাদিকা জয়া, জীবননগর উপজেলা ছাত্রলীগের সভাপতি অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, জীবননগর ডিগ্রি কলেজের সভাপতি হাসান, সাধারণ সম্পাদক রুবেল, জীবননগর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মানিক, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তপু, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল, সাধারণ সম্পাদক সাজু আহাম্মেদ রিংকু, সাংগঠনিক সম্পাদক সাজিদুল বিশ্বাস, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি ববি, সাধারণ সম্পাদক মামুন, জেলা ছাত্রলীগের শিহাব, বেজিও প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাইম পারভেজ সজল।

আলোচনাসভায় বক্তারা বলেন, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘সাধারণ ছাত্রছাত্রীর বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে সাধারণ মানুষের ও বাঙালি জাতির গণতন্ত্র রক্ষার জন্য ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশে বিভিন্ন লড়াই সংগ্রামে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান এবং ৭১’র মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করে। ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলার ইতিহাস লেখা সম্ভব নয়। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য যখন ডাক দেবেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থেকে সেই সকল কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে সন্ধ্যা ৭টায় আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৬৭টি আতশবাজি ও ৬৭ পাউন্ডের কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় চুয়াডাঙ্গার বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a comment