চুয়াডাঙ্গা পৌরসভার ঘোড়ামারা এলাকায় সড়ক বাতির উদ্বোধন করলেন হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের জবাইখানা ঘোড়ামারা ব্রিজ এলাকা থেকে হাজরাহাটি পর্যন্ত সড়কে সড়কবাতির সুইচ টিপে উদ্বোধন করলেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ইউজিআইআইপি-১১ (UGIIP-11) প্রকল্পের আওতায় অন্ধকারাচ্ছন্ন এলাকায় বৈদ্যুতিক পোল ও সড়কবাতি স্থাপন করা হয়। এ সড়কবাতি চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫নং ও ৬নং ওয়ার্ডের জবাইখানা হয়ে পটলাপীরের মোড় হয়ে হাজরাহাটি পর্যন্ত ও পশুহাটপাড়া থেকে মশাল বিশ্বাসের বাড়ি পর্যন্ত সড়কবাতির আওতায় আসবে বলে জানানো হয়। কুলচারা হতে দিগড়ি পর্যন্ত ইলেকট্রিক পোল ও লাইট স্থাপনকরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ূব আলী বিশ্বাস, সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাউসার, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুত) শিপুল মিয়া, (UGIIP-11) প্রকল্পের ফিল্ড সুপারভাইজিং ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, ঠিকাদার জামান মিয়া, হাজরাহাটি গ্রামের আলী হোসেন জোয়ার্দ্দার, কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, জাহাঙ্গীর আলম মালিক খোকন, মিজাইল জোয়ার্দ্দার, মহিলা কাউন্সিলর সুলতান আরা রত্না, সিরাজুল ইসলাম মনি প্রমুখ। হাজরাহাটি মোড়ে গিয়েও সড়কবাতির সুইচ টিপে উদ্বোধন করেন হুইপ।