মাথাভাঙ্গা ডেস্ক: দেশের উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। গতকাল মঙ্গলবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়।
আবহাওয়া অধিদফতর জানায়, গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঢাকায় গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর বাগোয়ান ইউনিয়ন পরিষদের নিজস্ব উদ্যোগে এলাকাতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এলাকার ৪৫০ জন দুস্থকে শীতবস্ত্র প্রদান করা হয়। উপস্থিত থেকে বস্ত্র প্রদান করেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আ. জলিলসহ পরিষদের ইউপি সদস্য/সদস্যাবৃন্দ প্রমুখ।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, গতকাল মঙ্গলবার বিকেলে ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাসপাড়ায় আওয়ামী-যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গ্রামের ফয়েজ উদ্দিনের বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে। চাঁদ আলী মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ইউনিয়ন আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক আহম্মদ আলী, আ.লীগ নেতা শুকুর মিয়া, আব্দুল হাকিম, গফুর মিয়া, জাসদ নেতা আবুল হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকন, সাধারণ সম্পাদক রাশেদ, আবু জহির, শফিকুল ইসলাম, আব্দুল কুদ্দুস, কাজল হোসেন প্রমুখ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ঝিনাইদহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য তাহ্জীব আলম সিদ্দিকী সমি ঝিনাইদহ পৌরসভাসহ সদর থানার ১৫টি এবং হরিণাকুণ্ডু পৌরসভাসহ উপজেলার ৯টি স্পটে শীতার্তদের মাঝে ৫ হাজার পিস কম্বল বিতরণ করেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা ছাত্রশিবিরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইসলামী ছাত্রশিবির জেলাহা ইউনিয়নের গরিব-মিসকিন ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে জেহালা ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের অর্থ ও এইচআরডি সম্পাদক মহা. আমান উদ্দিন, আলমডাঙ্গা পৌর ছাত্রশিবিরের সভাপতি মুহা. নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক ও অর্থসম্পাদক রাজু আহমেদ প্রমুখ। এ সময় জেলা শিবিরের সভাপতি বলেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকল পর্যায়ের মানুষকে গরিব-দুখি মানুষের পাশে দাঁড়াতে হবে।