কুড়িয়ে পাওয়া টাকা ফিরিয়ে দিয়ে মহত্ব দেখালেন দর্শনার নিজাম কসাই

 

দর্শনা অফিস: এক গরু ব্যবসায়ীর হারিয়ে যাওয়া সাড়ে ৩৫ হাজার টাকা ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন দর্শনার নিজাম কসাই। পত্রিকায় বিজ্ঞপ্তি ও মাইকিং করে আসল মালিককে টাকা ফেরত দেয়ায় তাকে দর্শনাবাসী অভিনন্দন জানিয়েছেন। ডুগডুগি পশুহাটে কুড়িয়ে পাওয়ার এক সপ্তাহ পর উপযুক্ত প্রমাণ সাপেক্ষে প্রকৃত মালিকের হাতে তুলে দিলেন ওই টাকা।

উল্লেখ্য, ঢাকা দোহারের হরিচণ্ডিপুর গ্রামের হাফিজ তালুকদারের ছেলে গরুব্যবসায়ী জয়নাল তালুকদার (৫৫) গত ২৯ ডিসেম্বর দামুড়হুদার ডুগডুগি হাটে গরু কেনা-বেচা করতে আসেন। ওই দিন সাড়ে ৩৫ হাজার টাকাসহ তার তবিল হারিয়ে যায়। তবিলটি পান দর্শনার কসাই নিজাম উদ্দীন। বিষয়টি জানান দর্শনা রেলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী আতিয়ার রহমান হাবুকে। পরদিন পত্রিকায় বিজ্ঞাপন দেন এবং মাইকিং করেন তারা। সোমবার প্রমাণ সাপেক্ষে টাকার প্রকৃত মালিককে তারা টাকা ফিরিয়ে দেন।