পতাকা উত্তোলন ও কেক কাটা বর্ণাঢ্য শোভাযাত্রা : আজ সন্ধ্যায় কনসার্ট

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন অব্যাহত রয়েছে। ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে একদিন আগে থেকেই কর্মসূচি পালন শুরু হয়েছে। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও চুয়াডাঙ্গা-মেহেরপুরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজও চুয়াডাঙ্গায় ছাত্রলীগ কর্মসূচি পালন করবে। জেলা ছাত্রলীগ সভাপতি জানিয়েছেন, শহীদ হাসান চত্বর থেকে ছাত্রলীগের বিশাল শোভযাত্রা বের হবে। একই স্থানে ফিরে সমাবেশ অনুষ্ঠিত হবে। ৬৭তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে তপধ্বনিরও আয়োজন রয়েছে। সন্ধ্যায় আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কনসার্টির আয়োজন করা হয়েছে।

এদিকে গতপরশু ইতিহাস ঐতিহ্য গৌরব সংগ্রাম ও সাফল্যে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার সকাল ৭টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্তি। এরপর বেলা সাড়ে ১০টায় বিশাল কেক কেটে চুয়াডাঙ্গায় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, চুয়াডাঙ্গার পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, আব্দুর রশিদ, রেজাউল করিম, সজল ও জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জুয়েল রানা, সুমন রেজা ও সাহাবুল প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় কেক কেটে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বিকেল ৩টার দিকে এক বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা স্টেডিয়াম মাঠে দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, সাংগঠনিক সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, ছাত্রলীগ নেতা রকিব উদ্দিন, রনো, তপন, আলী হোসেন, মামুন, রবিউল, শিরিন, আবু বকর, কামরুজ্জামান রানা, চঞ্চল, টিটু, দিপু ,দামুড়হুদা আ. ওদুদ শাহ ডিগ্রী কলেজের আহবায়ক শাহিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু।

জীবননগর ব্যুরো জানিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার স্থানীয় সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের নেতৃত্ব শহরে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়।

ৱ্যালি শেষে বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা ছাত্রলীগ সভাপতি সোয়েব আহমেদ অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। তিনি তার বক্তব্যে ছাত্রলীগের অতীত ঐতিহ্যবাহী রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্রলীগ এদেশের স্বাধীনতা সংগ্রামসহ অনেক সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বিরাট ভূমিকা পালন করে। সেই ছাত্রলীগ আজ গৌরবময় ৬৭ বছরে পা দিচ্ছে। দেশের স্বার্থে ছাত্রলীগ আগামী দিনের আন্দোলন সংগ্রামে অতীতের ঐতিহ্য ধরে রাখবে এ আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জামায়াত-শিবিরকে কাছে টানতে বিএনপির এক নেতা লন্ডনে বসে উদ্ভট সব কথা বলে চলেছেন। তার বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিগত দিনে চুয়াডাঙ্গা-২ আসনে বিদ্যুতের কোনো উন্নয়ন হয়নি। আমি আপনাদের কথা দিচ্ছি ২০১৮ সালের মধ্যে এ আসনের প্রত্যেকটি ঘরে-ঘরে বিদ্যুত পৌঁছে দেয়া হবে। বিএনপি ও এর দোসর জামায়াত-শিবির হরতাল অবরোধের নামে ভাঙচুরসহ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষ হত্যা করে। আমরা রাজনীতি করি মানুষের জন্য। বিএনপি ও জামায়াত-শিবিরর উদ্দেশ্য করে বলেন, আসুন বাংলাদেশের উন্নয়নে আমরা সকলে একসাথে কাজ করি।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা মহিলা লীগ সভানেত্রী উপজেলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল মালেক মোল্লা ও সোহরাব হোসেন খান, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা ও শামীম সরোয়ার প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম জন্মদিন পালন করা হয়েছে। জন্মদিন পালন উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে কেক কাটা ও শহরে আনন্দ ৱ্যালি বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন কেক কেটে জন্মদিনের শুভ সূচনা করেন। এ সেখানে উপস্থিত ছিলেন- শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুলফিকার আলী, সহসভাপতি রিংকু, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল প্রমুখ। এর আগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি আনন্দৱ্যালি বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ৱ্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।