আলমডাঙ্গা ফকিরপাড়ার গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গীর আটক

ভ্রাম্যমা আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ

 

আলমডাঙ্গা ব্যূরো: আলমডাঙ্গা ফকিরপাড়ার গাঁজা ব্যবসায়ী জাহাঙ্গীরকে ২০ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে থানা পুলিশ তাকে ফকিরপাড়া থেকে আটক করে। উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ফকিরপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে জাহাঙ্গীর (২০) দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলো। সে আলমডাঙ্গা পশুহাট, লালব্রিজ, রেলস্টেশনসহ আশপাশ এলাকার বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য বিক্রি করতো। তার কারণে ওই এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিলো বলে অভিযোগ রয়েছে। গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ফকিরপাড়ায় অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে ২০ পুরিয়া গাঁজাসহ আটক করে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে নিয়ে এলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।