ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দু মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শনিবার দুপুরে কালীগঞ্জের ধলাগ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- কালীগঞ্জ উপজেলা ডাবপুর গ্রামের মাহবুব শেখের ছেলে ভুট্টো শেখ (৩৫) ও যশোর জেলার চৌগাছা উপজেলার তাহেরপুর গ্রামের নফেল মল্লিকের ছেলে আবুল হাশেম মল্লিক।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ধলাগ্রাম এলাকায় মাদকব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার নিয়াজ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে একটি অভিযানিক দল ধলাগ্রামে অভিযান চালায় এবং ৩ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ীদের আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে আসছে বলে র্যাব জানিয়েছে। তাদের থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।