দীর্ঘ ৯ বছর পর মহেশপুর থানা আ.লীগের বর্ধিত আজ

ঝিনাইদহ অফিস: অনেক জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর আজ রোববার ঝিনাইদহের মহেশপুর থানা আওয়ামী লীগের বর্ধিতসভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে জমে উঠেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

২০০৫ সালে অনুষ্ঠিত হয় মহেশপুর থানা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে সাজ্জাতুজ জুম্মাকে সভাপতি ও ময়জুদ্দিন হামিদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। ওই সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান সাবেক সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল। ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর থেকে নিজের ক্ষমতা বলে তিনি পূর্ণাঙ্গ কোনো কমিটি গঠন করেননি। থানা আওয়ামী লীগের নেতৃত্ব দেয় অসম্পূর্ণ সেই কমিটি। ২০১১ সালের ৬ ডিসেম্বর ঝিনাইদহ হানাদার মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ মহেশপুরে একটি সভা করেন। ওই সভায় মহেশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাতুজ জুম্মাকে অনুষ্ঠানে সভাপতিত্ব করতে না দেয়ায় তিনি তাৎক্ষণিক প্রতিবাদ করেন। সেই সময়ের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল প্রতিবাদী সাজ্জাতুজ জুম্মাকে লাঞ্চিত করেন। শুধু তাই নয়, সেসময় স্থানীয় দুজন সাংবাদিক ও একজন চেয়ারম্যানকে মারধর করা হয়। এভাবেই চলছে থানা আওয়ামী লীগের কার্যক্রম। বর্তমান সংসদ সদস্য অধ্যক্ষ নবী নেওয়াজ আওয়ামী লীগকে সুসংগঠিত করতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের রাজনীতিতে সকল ত্যাগীদের সম্মান দিতে কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় মহেশপুরে দু ভাগে বিভক্ত আওয়ামী লীগকে একত্রিত করতে এ বর্ধিতসভার আয়োজন করেছেন। আজকের এ সভায় উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাড.আজিজুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।