বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী : মেহেরপুরে শান্তিপূর্ণ শোভাযাত্রা
মাথাভাঙ্গা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুরে গতকাল নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় ছাত্রদলের দু পক্ষ পৃথক স্থান থেকে শোভাযাত্রা বের করে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে বের করা শোভযাত্রাটি শহীদ হাসান চত্বরে পৌঁছুলে পুলিশি বাধার মুখে পড়ে। অবশ্য দীর্ঘদিন পর গতকালের শোভাযাত্রা পুলিশ বাধা দিয়ে আটকাতে পারেনি। এ শোভযাত্রা চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অতিক্রমের সময় কয়েকটি ঢিল নিক্ষেপের ঘটনা ঘটে। উত্তেজনা দানা বাধে। একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটে। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বালিকা বিদ্যালয়ের বিপরীতের শেখপাড়াস্থ বিএনপির অপরাংশের কার্যালয় থেকে ছাত্রদলের পৃথক শোভাযাত্রা বের করার সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ শোভাযাত্রাটি অবশ্য শহীদ হাসান চত্বর থেকে ফেরে দলীয় কার্যালয়ে। মেহেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের একাংশ বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণে শোভযাত্রা পূর্ব জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রনেতারা শহরের চারদিক থেকে বিভিন্ন স্লোগানসহ খণ্ডখণ্ড মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়। ১১টার দিকে সাহিত্য পরিষদ থেকে জেলা ছাত্রদলের বিশাল র্যালিটি বের হয়। হাতে লাল-সবুজের পতাকা আর মাথায় ক্যাপ লাগিয়ে ব্যান্ডপার্টির বাজনার তালে তালে শহীদ হাসান চত্বর অতিক্রমের সময় পুলিশি বাধার মুখে পড়ে। এ শোভযাত্রায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। শহীদ হাসান চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলটি একাডেমী মোড় হয়ে স্টেশন রোড হয়ে আবার সাহিত্য পরিষদে ফেরে। এ শোভাযাত্রাটি যখন জেলা বিএনপির অপরাংশের কার্যালয়ের অদূরবর্তী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অতিক্রম করে তখন কয়েকটি ইট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অবশ্য হতাহতের ঘটনা ঘটেনি। তবে রাস্তার পাশের একতা ফার্মেসির সামনে রাখা ফার্মেসি মালিক বাপ্পীর মোটরসাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়ার ঘটনা ঘটে। এতে উত্তেজনার মাত্রা তীব্রতর হয়ে ওঠে। বাপ্পী শেখপাড়ার নাসির উদ্দীন আহম্মেদের ছেলে। নাসির উদ্দীন জেলা আওয়ামী লীগের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক।
অপরদিকে এদিকে জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক ওয়াহেদুজ্জামান ও কামরুজ্জামানকে সামনে রেখে জেলার ছাত্রদলের আহবায়ক শরিফুজ্জামান সিজার ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক আবু তালহার নেতৃত্বে একটি শোভাযাত্রা চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সম্মুখ থেকে বের করে। অভিযোগ ওঠে, এ শোভাযাত্রায় অংশগ্রহণকারী জেলা বিএনপির সদস্য সাদির ধাক্কায় মোটরসাইকেলটি পড়ে ভেঙে যায়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল দু দিনব্যাপি কর্মসূচি ঘোষণা করে। যার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখা বিভিন্ন কর্মসূচি পালন করে। সূর্যোদয়ের সাথে সাথে কেদারগঞ্জস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর বেলা ১১টার দিকে সাহিত্য পরিষদ চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস ছাত্রদলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এক বিশাল র্যালি বের করেন। শোভাযাত্রা শেষে একই স্থানে ফিরে সমাবেশে যোগ দেয়। জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক ফিরোজ সরোয়ার রোমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা, মজিবুল হক মালিক মজু, জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক শামিম হাসান টুটুল, যুগ্মআহ্বায়ক শাহজাহান খাঁন, মোমিনুর রহমান মোমিন ও তানভীর হোসেন রাজিব। জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজিব খাঁনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার আলী হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম জেনারেল ইসলাম, রউফুন নাহার রীনা, সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজি আব্দুল খালেক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মুন্সি আওরঙ্গজেব বেল্টু, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বিশ্বাস মঙ্গল, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসিরুল ইসলাম সেলিম, দর্শনা পৌর বিএনপির সভাপতি মাহমুদুর রহমান তরফদার শাওন, জেলা বিএনপির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, আবু আলা সামসুজ্জামান, আবু বক্কর সিদ্দিক আবু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, জেলা যুবদলের আহবায়ক খালিদ মাহমুদ মিল্টন, সদস্য সচিব সাইফুর রশীদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজি আব্দুল মান্নান, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, দর্শনা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ওলামাদলের আহ্বায়ক মাও. আনোয়ার হোসেন, জেলা তরুণদলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মিলন আলী লিমন, হুমায়ন কবীর আকাশ, মাসুদুল হক রানা, মো. আশিপুল হক, ইমরান মহলদার রিন্টু, আমান উল্লাহ আমান, জাহাঙ্গীর আলম লিপন, ছাত্রদল নেতা এইচএম মোস্তফা, হাবিবুর রহমান স্কয়ার, নাসিমুজ্জামান সোহাগ, নাসির উদ্দীন হাসু, রকিবুল হাসান ব্রাইট, জাহান আলী, ফিরোজ হাসান মন্টু, মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, সরোয়ার, রাজন, আনার, বাপ্পি, ফারুক, আলা, রাজা প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষার জন্য ছাত্রদল তার জন্মলগ্ন থেকেই আপসহীন ভূমিকা রেখে চলেছে। একটি মেধাভিত্তিক স্বচ্ছ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদল আজ সুপ্রতিষ্ঠিত। তিনি বলেন, গণতন্ত্র আজ বিপন্ন, মৌলিক স্বাধীনতা ভূলুণ্ঠিত, জাতি চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, স্বৈরতন্ত্রের জাঁতাকলে নিষ্পেষিত গোটা দেশ। এই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকেই রাজপথে মুক্তির মিছিলে নেতৃত্ব দিতে হবে।
অপরদিকে জেলা ছাত্রদলের একাংশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ-উর-জামান সিজার। প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি জেলা বিএনপির যুগ্মআহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক এমএ তালহা। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য লে. কর্নেল (অব.) সৈয়দ কামরুজ্জামান, অ্যাড. শামীম রেজা ডালিম, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, শহিদুল ইসলাম রতন, এস.কে সাদি, আবু জাফর মন্টু ও ওলামাদলের সভাপতি মাও. ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, জেডএম তৌফিক খান, সোহেল আহম্মেদ মালক সুজন প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থেকে ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত। অনুষ্ঠানে কেক কেটে ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক খ.ম ইউসুফ আলী।
দর্শনা অফিস জানিয়েছে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কেক কাটা এবং মোটরসাইকেল শোভাযাত্রার মধ্যদিয়ে দর্শনায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা রফিকুল হাসান ব্রাইট। আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সভাপতি মাহমুদুর রহমান তরফদার শাওন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সহসভাপতি হাবিবুর রহমান বুলেট, যুগ্মসম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা মোমিনুল ইসলাম, তোতা, সরাজ, রেজাউল, পিয়ার, লুৎফর, যুবদল নেতা জালাল উদ্দিন, রুহিন, মিতুল, সুলতান, রানা, শফিকুল, মোতাবেল, মজিবুল, ছাত্রদল নেতা রাসেল, মান্নান, তোতা, হাকিম, সাইমুম, রাব্বি, সবুজ, জয় প্রমুখ। অপরদিকে দর্শনা সরকারি কলেজ ছাত্রদল প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আলোচনাসভার সভাপতিত্ব করেন ছাত্রদল নেতা জাহান আলী। আলোচনা করেন শফিউল্লাহ, আনোয়ার হোসেন, ওয়াজেদুল, টুটুল শাহ, হাসান প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, কেক কাটা, মিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি একাংশের সভাপতি পৌর মেয়র নোয়াব আলী। ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম রয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা হাজি সাইদুর রহমান ধুন্দু, সাবেক পৌর চেয়ারম্যান আশরাফুল ইসলাম, মাহতাব উদ্দিন, মশিউর রহমান, সাবদার রহমান, পৌর কাউন্সিলর সামসুজ্জামান হান্নু ছাত্রদল নেতা হাসানুজ্জামান, সুজন, শরিফুল, বিল্লাল হোসেন, ফিরোজ, টুইন প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘এই রক্ত কোনো দিন পরাভাব মানে না’ এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মেহেরপুরে মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু করে। জেলা ছাত্রদল নেতা আহমেদ রাজিব খান ও সোহেল হোসেনের নেতৃত্বে মিছিলটি শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাসুদ অরুন ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। পরে ছাত্রনেতা আহমেদ রাজিব খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুন বলেন, জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র রুখতে হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে বেগম খালেদা জিয়া ঘোষিত জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ৭ দফা দাবি আদায়ের সংগ্রামকে এগিয়ে নিতে হবে। সমাবেশে আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, ছাত্রনেতা সোহেল হোসেন, মানজারুল ইসলাম, সোহাগ হোসেন, রাশেদুজ্জামান বাপ্পী, মাসুদ ডন, আনোয়ার হোসেন, সুরুজ বাবু, আব্দুল হালিম, কাজিমুল ইসলাম শাওন, আলমগীর হোসেন, সাইদুর রহমান সুজন, সামিউন বাদশা পাপ্পু, আব্দুল্লাহ আল মামুন, সাঈদ বিন সিজার প্রমুখ।