স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করে। পালিত কর্মসূচির মধ্যে ছিলো প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শোভাযাত্রা, আলোচনাসভা ও এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। জীবননগর ছাত্রদলের দু গ্রুপ পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মুনজুরুল জাহিদ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জানুয়ারি সন্ধ্যায় পলাশপাড়াস্থ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক জেলা বিএনপির অন্যতম যুগ্মআহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্মআহ্বায়ক শহিদুল ইসলাম রতন, যুবদল নেতা আশরাফ হোসেন মিল্টু, আবু সাঈদ, আহসান হাবিব মুক্তি। অনুষ্ঠানটি উপস্থাপন করেন সাজিদ হাসান মালিক সজিব। সহযোগিতায় ছিলেন ছাত্রদল নেতা জুয়েল হাসান, তোহফাতুর রিংকু, রাসেল, রাজনম ওয়াসিম আহম্মেদ প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে ছাত্রদলের দু গ্রুপ পৃথক আয়োজনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে আলোচনাসভা, মিলাদ-মাহফিল ও আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়। জীবননগর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আয়োজনে হাসপাতাল গেট এলাকায় ছাত্রদল নেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রদল সভাপতি পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা সরোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা গুলশান ২নং ওয়ার্ড যুবদল সভাপতি এসএম কামরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা কামরুল ইসলাম, ময়েনউদ্দিন ময়েন, আজমত আলী, ইক্তাজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা তরিকুল ইসলাম, বাবু, লাল, মামুন, শামীম, ওমর আলী, ইয়াসিন আলী, পৌর ছাত্রদল নেতা লিটন, মমিন, বজলু, সাইদুর, রিপন ও ইকরামুল হক।
এছাড়াও ছাত্রদলের অপর গ্রুপের উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জাকির আহমদ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক তানভীর হোসেন রাজিব। প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য আল ইমরান সুমন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদল সদস্য ইকরামুল হক ও রহমতউল্লাহ। বক্তব্য রাখেন ছাত্রদল নেতা তরিকুল, মামুন, মিঠু, পৌর ছাত্রদল নেতা এখলাছুর রহমান, রাসেল, শাকিল, কিরণ, হাসনাত, কলেজ ছাত্রদল নেতা রোমেল, জুয়েল, রিমন, পারভেজ প্রমুখ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন ছাত্রদল। জেলা বিএনপি সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টনের বামন্দী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কাটা হয়। বামন্দী ইউনিয়ন ছাত্রদল সভাপতি রাশিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল নেতা চপল বিশ্বাস। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা বেল্টু, হাসের, জয়, নাইম, শুভ, জনি প্রমুখ। অনুষ্ঠানে ছাত্রদলের লক্ষ্য উদ্দেশ্য ও দেশের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন নেতৃবৃন্দ।