জমকালো আয়োজনে বিজিবি-৬’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: মৃদু শব্দের দৃষ্টিনন্দন আতশবাজি, শীতের নানা পদের পিঠা পুলি, মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানসহ অতিথি আপ্যায়নের মধ্যদিয়ে বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের ডেপুটি ডিরেক্টর জেনারেল কর্নেল জাবেদ সুলতান। সাথে ছিলেন স্ত্রী তানজীনা নূর।

৬ বিজিবির সদর দফতর চুয়াডাঙ্গা জাফরপুরে সন্ধ্যায় অনুষ্ঠানমালার শুরুটা ছিলো কেক কাটা। প্রধান অতিথি ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশিদুল হাসানসহ উপস্থিত অতিথিদের সাথে নিয়ে কেক কাটেন। কেক কাটার পর নৈশভোজ। অতিথিদের স্বাগত জানান ৬ বিজিবির পরিচালক ও তার পত্নি শাহানা পারভীন, যশোর রিজিয়ন পরিচালক আসাদুজ্জামান, ৬ বিজিবির সহকারী পরিচালক আনোয়ার জাহিদ ও মেহেদী হাসান স্বস্ত্রীক। অতিথি আপ্যায়নের পরই বিজিবির বিশাল খেলার মাঠে আগুন জ্বেলে, আতশবাজি ফুটিয়ে গড়ে তোলা হয় উৎসবমুখর পরিবেশ। সঙ্গীতানুষ্ঠানের মঞ্চের পাশেই শীতের নানা পদের পিঠা পুলি সাজিয়ে অতিথিয়তায় ৬ বিজিবির রুচিশীলতাকেই যেনে মেলে ধরা হয়। একের পর এক গান, আবৃত্তি পরিবেশনে দর্শক স্রোতাদের মাতিয়ে তোলেন স্থানীয় ও দূর থেকে আগত শিল্পীরা। অতিথি হিসেবে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহের প্রশাসনিক কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা, পুলিশ বিভাগীয় কর্মকর্তা, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সেক্রেটারিসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।