স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে গতকাল ছিলো পাঠ্যপুস্তক উৎসব। নতুন শ্রেণিতে ওঠা শিশু শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। বিদ্যালয়গুলোতে নতুন বই পেয়ে শিশু শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। নতুন বইয়ের গন্ধের মজাই আলাদা জানিয়ে তাদের পাঠ থেকে আলো নিয়ে নিজেকে এবং সমাজকে আলোকিত করার শপথও নিয়েছে শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, অনেক আনন্দ নিয়েই নতুন বইয়ে বছরের পড়া-লেখা শুরু করবে। অর্জিত জ্ঞান দিয়ে নিজ এবং সমাজকে আলোকিত করার কথাও বলেছেন কেউ কেউ।
চুয়াডাঙ্গায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে সরকারি বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় স্থানীয় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন।
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়র প্রধান শিক্ষক কিশোরী মোহন সরকার ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন।
সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। প্রধান শিক্ষক মাহাজেবিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজিবি-৬’র লে. কর্নেল এসএম মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন বিজিবি-৬’র উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষাক খাইরুল ইসলাম। এছাড়া চুয়াডাঙ্গা মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ লতিফ বিশ্বাস। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবুত আলী, যুবলীগ নেতা মাসুম, হাফিজুল সরকার প্রমুখ। চুয়াডাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে মনোয়ারুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. নুর হোসেনসহ শিক্ষক ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা রেলবাজার ফাজিল মাদরাসায় ১ম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। গতকাল সকাল ১১টায় বই বিতরণ করেন মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালিদ সাইফুল্লাহ। এ সময় সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা এইচএম শামীমুজ্জামান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মনির উদ্দিন মোল্লা, সমাজ সেবা অফিসার আবু তালেব, বিআরডিবির কর্মকর্তা হোসনে আরা প্রমুখ।
আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রধান অতিথি থেকে বই বিতরণ করেন। আলমডাঙ্গা বহুমুখি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম প্রধান অতিথি থেকে ছাত্রদের হাতে বই তুলে দেন। আলমডাঙ্গা এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু প্রধান অতিথি থেকে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিনসহ সকল শিক্ষক-কর্মচারী।
অপরদিকে আলমডাঙ্গা হারদী নার্গিস ইসলাম নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের বই বিতরণ অনুষ্ঠান প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আব্দুল হান্নান, অভিভাবক সদস্য খলিলুর রহমানসহ আবুল কালাম, অশোক, আলম হোসেন, ওহিদ আলী ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
হাটবোয়ালিয়া প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়সহ ভাংবাড়িয়া ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের গভার্নিং বডির সভাপতি আশাবুল হক ঠাণ্ডু। হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সভাপতিত্ব করেন জেনারুল ইসলাম বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য ও গবেষণা বিষায়ক সম্পাদক কাওছার আহমেদ বাবলু।
এছাড়াও ভাংবাড়িয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি আব্দুল জলিল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়িয়া ইউপি চেয়ারম্যান জেলা বিএনপির সদস্য সানোয়ার হোসেন লাড্ডু।
ভালাইপুর প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সাবেক সিনিয়র শিক্ষক খাইরুল বাশার, মোসারেফ হোসেন, ফরিদ হোসেন প্রমুখ। এদিকে চেয়ারম্যান জিল্লুর রহমান ইউনিয়নের সকল স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলা জুড়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ ও শিশুবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক স্তরের ও দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ ও শিশুবরণ উৎসব অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিক।
আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়, বহুমুখি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়, ৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন। বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মোক্তার হোসেন।
ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নে প্রাথমিক, এবতেদায়ি ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল (বিএ) মাদরাসায় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়। এছাড়াও কার্পাসডাঙ্গা ইউনিয়নের সকল প্রাথমিক, এবতেদায়ি ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
জামজামি প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ উদ্বোধন করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি খন্দকার হারুন রেজা। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম।
এছাড়া জামজামি বাজার প্রতীভা একাডেমী চত্বরে স্কুলের পরিচালক আলমডাঙ্গার খাসকররা ডিগ্রি কলেজের প্রভাষক ইকরামূল হকের সভাপতিত্বে বই বিতরণ করা হয়। সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীন শিক্ষক মো. মোজাহার আলী।
ডাকবাংলা প্রতিনিধি জানিয়েছেন, সাধুহাটি বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক গোলজার হোসেন। প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি মো. খলিলুর রহমান।
এদিকে সাধুহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন স্কুল কমিটির সভাপতি মো. কাজী নাজির উদ্দীন।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ এলাকার বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের বই বিতরণ করা হয়েছে। ছাদেমান নেছা মাধ্যমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের, প্রধান শিক্ষক আবু সালেহ। এছাড়া আবুল হোসেন দাখিল মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।
ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান।
দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা উপজেলার নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরজাহান বেগম, সহকারী শিক্ষা অফিসার মমতাজ পারভীন, প্রধান শিক্ষক হাবিবুব রহমান। এছাড়া দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।
বদরগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বদরগঞ্জ আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চুয়াডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৩নং কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম নজু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আলীগের সদস্য মো.শাখাওয়াত হোসেন টাইগার, প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন আহমেদ প্রমুখ। এছাড়া চুয়াডাঙ্গা সদরের ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহমেদ আলী।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশের ন্যায় গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, বেগমপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহম্মদ প্রমুখ।
উথলী প্রতিনিধি জানিয়েছেন, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই বিতরণ করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিজানুর রহমান মিল্টু প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেহেরপুর বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে ছাত্রছাত্রীদের হাতে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহম্মেদ বিজন। উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপি বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন। ম্যানেজিং কমিটির সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. আমজাদ হোসন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম তৌফিকুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম প্রমুখ।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে ছাত্রছাত্রীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মুজিবনগর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার আফিলউদ্দীন ও মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শতভাগ নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুরে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পালের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয়গুলোর পরিচালনা কমিটির সহযোগিতায় বিদ্যালয়গুলোতে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম ছরোয়ার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক ইছাহাক আলী প্রমুখ।