স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার হাড়োকান্দি গ্রামের নির্যাতিতা গৃহবধূর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। পরিষদের চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা গত বুধবার রাতে আলমডাঙ্গার হাড়োকান্দি গ্রামে গিয়ে নির্যাতিত ওই পরিবারের সাথে কথা বলেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট এলাকাবাসী জানান, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাড়োকান্দি গ্রামের এক সংখ্যালঘু পরিবারের এক গৃহবধূকে গত সোমবার রাতে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে একই গ্রামের মাদরাসাপাড়ার শামসুল মণ্ডলের ছেলে আরাফাত (২২) ও মোহন সাধুখার ছেলে সাব্বির (২২)। রাত ৮টার দিকে এ দু যুবক বাজারপাড়ার একটি বাড়িতে ঢুকে বাড়ির গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার সময় তার স্বামী বাড়ি ফিরে আসে। স্বামীর উপস্থিতিতে যুবকদ্বয় ওই গৃহবধূকে ছেড়ে দিয়ে স্বামীকে মারধর করে চলে যায়। ঘটনার পর থেকে এ ঘটনা নিয়ে গ্রামে চলছে নানা গুঞ্জন। গত বুধবার রাতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহরায় ও সহসাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডু সরেজমিনে ওই গ্রামে গিয়ে নির্যাতিত পরিবার ও তার প্রতিবেশীদের সাথে কথা বলেন। ঐক্য পরিষদের নেতারা গ্রাম ছেড়ে চলে আসার পরপরই নির্যাতিত ওই পরিবারকে আবারও হুমকি দেয়া হয়।
নির্যাতিত ওই পরিবারের পাশে থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। আগামী রোববার ওই নির্যাতিত পরিবার আদালতে এসে মামলা দায়ের করতে পারে।