মেহেরপুরের গাংনীতে স্কুলছাত্রকে অপহরণ

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র ছোটনকে (১৬) অপহরণ করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে দুর্বৃত্তরা তাকে বাড়ির পাশে একটি আখমাড়াইয়ের খোলা থেকে অপহরণ করে। ছোটন ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। তবে অপহরণ না অন্য কিছু তা নিয়ে স্থানীয়দের মাঝে সংশয় দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত থানায় কোনো মামলা কিংবা অভিযোগ করেনি টোকনের পরিবার।

অপহৃত ছোটনের বড় ভাই খোকন জানান, ছোটন বাড়ির পাশে আখমাড়াইয়ের খোলাতে কাজ করছিলো। গত সোমবার মধ্যরাতে ১০/১২ জনের সশস্ত্র দুর্বৃত্তরা সেখানে হানা দিয়ে ছোটনকে অপহরণ করে। কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানানো হয়নি। কেউ মোবাইলফোনেও কোনো মুক্তিপণ দাবি করেনি।

এদিকে টোকনের বাড়িতে গতকাল এলাকার কিছু চিহ্নিত মানুষের আনাগোনা এবং পরিবারের সদস্যদের রহস্যজনক ভূমিকার কারণে অপহরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। তাকে অপহরণ করা হয়েছে নাকি অন্য কিছু লুকিয়ে আছে তা খতিয়ে দেখার দাবি করেছেন গ্রামের অনেকেই।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, গতকাল বিষয়টি জানার পর তদন্ত শুরু হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

Leave a comment