রোনালদোর ঝুলিতে আরেকটি পুরস্কার

মাথাভাঙ্গা মনিটর: গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। আর এ পুরস্কার হাতে নিয়ে ফিফা-ব্যালন ডি’অরও জেতার আশা করছেন রিয়াল মাদ্রিদের এ তারকা। গত সোমবার রাতে দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার হাতে নিয়ে ব্যালন ডি’অর নিয়েও কথা বলেন পর্তুগালের অধিনায়ক রোনালদো। আমি আশা করি, এটা (ফিফা-ব্যালন ডি’অরের জন্য) ভালো লক্ষণ। তবে এ নিয়ে আমি চিন্তিত নই। সবাই এরই মধ্যে ভোট দিয়ে দিয়েছে। বর্ষসেরা পুরস্কার হাতে পাওয়ার আগে আপাতত দুবাইয়ে সেরার এ স্মারকে খুশি রোনালদো। ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার জয়ের লড়াইয়ে এবার রোনালদোর সাথে আছেন বার্সেলোনা ও আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি এবং বায়ার্ন মিউনিখ ও জার্মানির গোলরক্ষক মানুয়েল নয়ার। ১২ জানুয়ারি ফিফা-ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করা হবে। দুবাইয়ে গ্লোব সকার পুরস্কার রাতটি যেন রিয়াল মাদ্রিদেরই ছিলো। বছরের সেরা ক্লাবের পুরস্কার জিতেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা। বছরের সেরা প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার জেতেন ক্লাবটির কলম্বিয়ান ফরোয়ার্ড হামেস রদ্রিগেস। আর কোচ কার্লো আনচেলত্তি পুরস্কার জেতেন ফুটবলে সংবাদমাধ্যমের বছরের সেরা আকর্ষণের জন্য। রিয়াল মাদ্রিদের ফ্লোরেন্তিনো পেরেস জেতেন বর্ষসেরা সভাপতির পুরস্কার।