দর্শনায় দু দিনব্যাপি তৃণমূল সাংবাদিক ফোরামের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: দু দিনব্যাপি তৃণমূল সাংবাদিক ফোরামের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গতকাল সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। গত রোববার থেকে শুরু হওয়া প্রশিক্ষণে জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের কমিউনিটি সাংবাদিক দলের ১৭ জন শিশু সাংবাদিক অংশ নেয়। অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ করা, সংবাদ লেখার কলাকৌশলসহ যথাসময়ে পত্রিকায় বন্তুনিষ্ঠ সংবাদ প্রেরণ করার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষণের প্রশিক্ষক দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক ও প্রকাশক চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আরো উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের এলআরপি ম্যানেজার নুঝাত পারভীন, দৈনিক ভোরের কাগজ পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি মো. আওয়াল হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন কাজল ও ওয়েভ ফাউন্ডেশনের স্পন্সার আফিসার আশরাফুজ্জামান। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে উপহার তুলে দেন প্রশিক্ষক সরদার আল আমিন। সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, ভালো সংবাদ লিখতে হলে দরকার পর্যপ্ত সঠিক তথ্য, পূর্বে রপ্ত করা শব্দ, সাবলিলভাবে নতুন আঙ্গিকে উপস্থানের ভাবনা। এসবের সমন্বয়ে অবশ্যই বলিষ্ঠ সংবাদ প্রস্তুত হয়। যাকে বস্তুনিষ্ঠ সংবাদ বলা যায়। তবে নেতিবাচক মনোভাব ও পক্ষপাতিত্ব পরিহার করে সৃষ্টিশীল মানসিকতা লালন করা একজন সাংবাদিকের নৈতিক দায়িত্ব।