চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হরতালবিরোধী মিছিল : মোটরসাইকেল শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগ, ছাত্রলীগ। গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে হরতালের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল করে হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানানো হয়। সরোজগঞ্জ যুবলীগের হরতালবিরোধী মোটরসাইকেল শোভযাত্রাসহ বিক্ষোভ চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে।

চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে হরতালবিরোধী মোটরসাইকেল বিক্ষোভ মিছিল করা হয়। মিছিল শেষে আলোচনাসভার আয়োজন করে। চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি সুস্তির, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিটু, শিক্ষা সম্পাদক শাহাবুল, পাঠাগার সম্পাদক আকতার, স্কুলবিষয়ক সম্পাদক রাজু, গবেষণাবিষয়ক সম্পাদক মিল্টন, ক্রীড়া সম্পাদক ফিরোজ, সহসম্পাদক ফয়সাল, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক সুমন, প্রকাশনা সম্পাদক হিমেল, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ, কলেজ ছাত্রলীগের নেতা খালিদ, লিপু, রিজভী, মমিন, রানা, জিম, সোহেল, কলিন্স শিহাব, ইসমাইল, আলিফ নুর, রিপন, সম্রাট, টিটন, বিদ্যুত, রনি, সাজন, জানিফ, মালেক, প্রান্ত, রিয়াদ, টোটন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম হাসান তারেক।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, বাংলাদেশ যুবলীগ ছাত্রলীগ চুয়াডাঙ্গার সরোজগঞ্জ শাখার উদ্যেগে ২০ দলীয় জোটের হরতালের প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সরোজগঞ্জ চৌরাস্তা মোড় থেকে জেলা আ.লীগের সদস্য শাজাহান আলী পচা ও সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেনের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়ে সরোজগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ও চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ করে সরোজগঞ্জ ধানের হাটে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ জেলা আ.লীগের সদস্য শাজাহান আলী পচার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর থানা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, সদর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহম্মদ হাসানুজ্জামান মানিক, সভাপতি জুয়েল রানা, যুগ্মসম্পাদক শঙ্কর শর্মা সাবেক সহসভাপতি আশিকুর রহমান আশিক, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রেজা, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আ.সবুর, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ রানা,মেহেদী, আজিজুল হক আঙ্গুর, হোসেন আলী প্রমুখ।

মেহেরপুর অফিস জানিয়েছে, হরতালবিরোধী মিছিল করেছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। এদিন বেলা সাড়ে ১১টার দিকে হোটেল বাজার থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় হরতালকে সমর্থন না জানিয়ে দোকানপাট খোলার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা, শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পোলেন, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সম্পাদক কুদরত-ই খোদা রুবেলসহ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, ২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রত্যাখানের আহ্বান জানিয়ে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের উদ্যোগে গাংনী শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে এগারটার দিকে মকবুল হোসেনের বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, জেলা যুবলীগের সহসভাপতি সোহেল আহম্মেদ, আল ফারুক, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ডাবু, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু, বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবের সভাপতি আশিকুর রহমান আকাশ, সম্পাদক আসাদুজ্জামান মিলন ও সৈনিক লীগের সহসভাপতি জিয়াউল হক জিয়াসহ নেতৃবৃন্দ।