মাথাভাঙ্গা মনিটর: টানা তিন জয়ের পর পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা চেলসি। সাউথ্যাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনিয়োর দল। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির চতুর্থ এ ড্রয়ে জমে উঠেছে শিরোপার লড়াই। অবশ্য পয়েন্ট হারালেও শীর্ষেই থাকছে লন্ডনের ক্লাবটি; ১৯ ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। সমান ম্যাচে সাউথ্যাম্পটনের পয়েন্ট ৩৩। গত ৬ ডিসেম্বর নিউক্যাসল ইউনাইটেডের কাছে ২-১ গোলে হারের পর হাল সিটি, স্টোক সিটি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে জেতে চেলসি। গতকাল রোববার রাতে প্রতিপক্ষের মাঠে সপ্তদশ মিনিটে সাদিও মানের নৈপুণ্যে পিছিয়ে পড়ে চেলসি। সার্বিয়ার মিডফিল্ডার দুসান তাদিচের লম্বা পাস মাথা দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান সেনেগালের এই মিডফিল্ডার। ৩৬তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি পর্তুগিজ ডিফেন্ডার জোসে ফন্তে। প্রথমার্ধের একেবারে শেষ দিকে প্রথম সুযোগ পায় চেলসি।