বিশ্বকাপের জন্য হোয়াইটমোরকে নিয়োগ দিল জিম্বাবুয়ে

মাথাভাঙ্গা মনিটর: ২০১৫ বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ান ডেভ হোয়াটমোরকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। তবে এ চুক্তি আপাতত কেবলমাত্র আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই। সম্প্রতি বাংলাদেশ সফরে তিন ফর্মেটেই হোয়াইটওয়াশ হয় জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার প্রেক্ষিতে চলতি মাসের ১৮ তারিখ কোচ স্টেফেন ম্যাঙ্গোঙ্গোকে বরখাস্ত করে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। বড় দিনের পরপরই নতুন কোচ নিয়োগ দেয়া হবে এবং হোয়াটমোরকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার বিষয়ে আগেই আভাস দিয়েছিলো জেডসি। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে আফ্রিকান দলটির দায়িত্ব পালন করবেন শ্রীলংকা, বাংলাদেশ ও পাকিস্তানের সাবেক কোচ হোয়াটমোর। বিশ্বকাপের পর দীর্ঘ মেয়াদী চুক্তির আশা করছেন ৬০ বছর বয়সী হোয়াটমোর ও জেডসি।