স্টাফ রিপোর্টার: বিএনপির বিদ্রোহী প্রার্থী পৌর বিএনপির সহসভাপতি বেলাল হোসেন বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার তৃতীয় নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তালা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন পাঁচ হাজার ৭৩১টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান পৌর মেয়র থানা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মাইক প্রতীকে ভোট পেয়েছেন তিন হাজার ২২৫টি। নির্বাচনে তিন হাজার ৬০ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন বিএনপি সমর্থিত চশমা প্রতীকে নুরুল হক তালুকদার। নির্বাচনের রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ইউনুছ আলী রোববার রাতে উপজেলা পরিষদ কার্যালয়ে নির্বাচনের এ বেসরকারি ফলাফল ঘোষণা করেন। বিজয়ী ঘোষণার পর তালা প্রতীকের কর্মী-সমর্থকরা উল্লাস প্রকাশ করেন। নির্বাচনে ১৪ হাজার ৯১৭ জন ভোটারে মাঝে ১২ হাজার ১৩৩ ভোটার ভোট দিয়েছেন। ভোট প্রদানের হার প্রায় ৮২ শতাংশ। মেয়র পদে বিজয়ী বেলাল হোসেন ফলাফল ঘোষণার পর অনুভূতি জানিয়ে বলেছেন, পৌরবাসীর কাছে আমি ঋণী। মৃত্যু পর্যন্ত এ ঋণ শোধ করতে আমিসহ আমার পরিবার চেষ্টা করে যাবো। এর আগে উৎসবমুখর পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যদিয়ে গতকাল রোববার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রশাসন কেন্দ্রগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নিরাপত্তা জন্য পুলিশ, ৱ্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। নির্বাচনে মেয়র পদে ৫ জন, ৯ কাউন্সিলর পদে ৩৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৩টি পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।