আমঝুপি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য উপনির্বাচনে শহিদুল ইসলাম জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য উপনির্বাচনে মদনাডাঙ্গা গ্রামের শহিদুল ইসলাম জয়লাভ করেছেন। গতকাল রোববার বিকেলে পুরাতন মদনাডাঙ্গা ও খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ১ হাজার ১৩৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মোমিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৯৬৮ ভোট এবং অপর প্রার্থী আমেলুদ্দীন ফুটবল প্রতীকে পেয়েছেন ৯৬৭ ভোট। রোববার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। খোকসা, পুরাতন মদনা ও বসন্তপুর গ্রাম নিয়ে গঠিত ওয়ার্ডটিতে মোট ৩ হাজার ৮শ ৮জন ভোটার রয়েছেন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩ হাজার ১৩৫ জন। বাতিল হয় ৬১টি ভোট।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমানের মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়। পরে নির্বাচন অফিস উপনির্বাচনের লক্ষ্যে তফশিল ঘোষণা করে।