স্টাফ রিপোর্টার: অবসরে গেলেন সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সিনিয়র অফিসার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান। তাকে গতকাল আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। গতকাল শনিবার সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার সভাকক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিবিএ নেতা ফজলুল হক। প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের ডিজিএম আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড নুরুল ইসলাম মালিক, সিবিএ সাধারণ সম্পাদক সমীর উদ্দীন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজির আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আব্দুল মজিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তাগণ বিদায়ী অতিথির কর্মজীবনীর ওপর আলোচনা করে তার অবসর জীবনের জন্য সমৃদ্ধি কামনা করেন। পরে বিদায়ী অতিথির উদ্দেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।