তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে গণভোটের প্রস্তাব

 স্টাফ রিপোর্টার: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান বলেছেন, গণভোটের ব্যবস্থা থাকলে হরতালের প্রয়োজন হতো না, রাজনৈতিক সহিংসতা ও সঙ্কট সৃষ্টি হতো না। তিনি বলেন, তত্ত্ববধায়ক সরকারের পক্ষে জনগণ থাকলে এ পদ্ধতি থাকবে। না থাকলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরবে না। তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রয়োজনীয়তা ভোটারদের বিষয়। দেশের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে গণভোট অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি। গতকাল শনিবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ৫ম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ প্রস্তাব করেন তিনি। ড. আকবর আলী বলেন, দেশে গণতন্ত্রের জন্য আকুতি আন্দোলন চলছে। গণতন্ত্র ও উন্নয়নের মধ্যে কোনো বৈপরীত্য নেই। গণতন্ত্র ছাড়া উন্নয়ন হয় না। তিনি বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এ সব আসনের ভোটাররা ভোট দেয়ার সুযোগ পাননি। এ সমস্যা দিন দিন জটিল হচ্ছে। সাবেক এই উপদেষ্টা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কি থাকবে না, এটা কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা ভোটারদের বিষয়। গণভোটের মাধ্যমে ভোটাররাই সিদ্ধান্ত দিতে পারেন এ ব্যবস্থা থাকবে কী থাকবে না।