ভারতে চুমু বাবা গ্রেফতার

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতে সাধু-সন্নাসীদের কমতি নেই। অনেকেই আছেন যারা কাজের চেয়ে অদ্ভূত নামের কারণেই বেশি পরিচিতি পান। এর মধ্যে আবার অনেকেরই কাজের ধরণ নিয়ে প্রশ্ন রয়েছে। এদেরই একজন ছিলেন চুমু বাবা। অন্ধ্রপ্রদেশে থাকতেন এই চুমু বাবা। যিনি সমস্যা দূর করতে চুমু দেন। না, মানে ঠিক সমলিঙ্গের প্রতি ওনার এত উথলে ওঠা ভালোবাসা নেই। ভক্ত না হয়ে ভক্তিনী হলেই সাথে সাথে সমস্যা দূরীকরণ শুরু হয়ে যেতো তার। অবশেষে চুমুই কাল হলো তার। এক ভক্তের তোলা ভিডিও ইন্টারনেটে ছড়াতেই নড়েচড়ে বসে পুলিশ। পুলিশ জানিয়েছে, অন্ধ্রের কাড়াপা জেলায় আয়াপ্পা মন্দিরের পেছনে এ কিসিং বাবার ঘাঁটি ছিলো। ওই অঞ্চলেও তিনি এ নামেই খ্যাত ছিলেন। অশ্লীলতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আদালতে শুনানির সময়ও তিনি অস্বাভাবিক আচরণ করেন। যা দেখে বিচারক তাকে মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। সুব্বা রাও নামে বাবার এক স্যাঙাতকেও গ্রেফতার করা হয়েছে ওই একই অভিযোগে। ইনি বাবার অপার মহিমা প্রচার করে বেড়াতেন।