মালয়েশিয়ায় ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ার উত্তরপূর্বাঞ্চলে দেশটির কয়েক দশকের মধ্যে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছতে শনিবার উদ্ধারকারী দলকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এদিকে বন্যা দুর্গতদের সহায়তা কার্যক্রম মন্থর গতিতে চলায় বন্যার্তরা সরকারকে দায়ী করেছে। মালয়েশীয়রা প্রধানমন্ত্রী নাজিব রাজাক ঝড়ের সময় মার্কিন প্রেসিডেন্টের সাথে গলফ খেলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ায় তার বিরুদ্ধে মালয়েশীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। বন্যার কারণে যারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন তাদের সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। কেলানতান, তেরেঙ্গানু ও পাহাং রাজ্যের উত্তরপূর্বাঞ্চলে বৈরি আবহাওয়া অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। প্রধানমন্ত্রী তার হাওয়াই সফর সংক্ষিপ্ত করে বন্যার্তদের সহায়তা ও ত্রাণ কার্যক্রমের নেতৃত্ব দিতে শনিবার ভোরে দেশে পৌছেছেন। উদ্ভুত পরিস্থিতিতে নাজিব তার সফর সংক্ষিপ্ত করেছেন। তিনি সেখানে ছুটি কাটাচ্ছিলেন। সরকার ত্রাণ কেন্দ্রগুলোকে ত্রাণকার্য পরিচালনা করতে প্রায় ১ কোটি ৪০ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এখন পর্যন্ত মালয়েশিয়ায় এ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের মরসুমে প্রায়ই বন্যা দেখা দেয়। তবে এ বছর প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া পরিস্থিতি আরো খারাপ করেছে বলে কর্মকর্তারা জানান।