আসলাম সভাপতি আব্বাস সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার: বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যদিয়ে চুয়াডাঙ্গার কেদারগঞ্জ নতুন বাজার কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে আসলাম উদ্দীন সভাপতি ও নুর আব্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০ বছর পর গতকাল শনিবার সমিতির কার্যালয় ভোটকেন্দ্রে উৎসবের মধ্যদিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন সমিতির অন্তর্গত ব্যবসায়ী ভোটাররা। সভাপতি পদে আসলাম উদ্দীন (ছাতা) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্তজা (বাইসাইকেল) পেয়েছেন ১০৭ ভোট। সহসভাপতি পদে শরিফ উদ্দীন মিন্টু (দোয়াত-কলম) ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমান (চেয়ার) ৮৩ ভোট এবং অপর প্রার্থী আলাউদ্দীন (আনারস) পেয়েছেন ২২ ভোট। সাধারণ সম্পাদক পদে নুর আব্বাস (মোমবাতি) ১২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম (তালাচাবি) ৯৯ ভোট এবং অপর প্রার্থী মিজানুর রহমান (হাঁস) পেয়েছেন ১৯ ভোট। সহসাধারণ সম্পাদক পদে বাবর আলী বাবু (চশমা) ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দীন (বই) পেয়েছেন ৯৭ ভোট। কোষাধ্যক্ষ পদে মহাম্মদুন নবী তরফদার জান্টু (সিলিংফ্যান) ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম (কাপপিরিচ) ৭৭ ভোট এবং অপর প্রার্থী জাকির হোসেন (হাতপাখা) ৫৪ ভোট পেয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- হুজুর আলী (গাভী) ১৭৯ ভোট, আব্দুল ওহাব (আম) ১৫৫ ভোট, হাকিমুজ্জামান হাকিম (কলস) ১৩৯ ভোট এবং জাহিদ হোসেন পিন্টু (ফুটবল) ১২৪ ভোট। পরাজিত প্রার্থীরা- জহুরুল ইসলাম (মোরগ) ১০০ ভোট, সাইদুর রহমান (হাতি) ৯০ ভোট, তৈয়ব আলী (মাছ) ৬১ ভোট, সাদ্দাম হোসেন (টিয়াপাখি) ৫৪ ভোট এবং আব্দুল আলিম (মই) পেয়েছেন ৪২ ভোট। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রমজান আলী চান্দু, সাইফুল ইসলাম মিনু, মুনছুর আলী মনো, আব্দুল হান্নান ও হাফিজুর রহমান ছানু। মোট ২৮৯টি ভোটের মধ্যে পোল হয়েছে ২৮৩টি এবং বাতিল হয় ৩৪টি ভোট। ভোটগ্রহণের শুরু থেকেই ভোটারদের সরব উপস্থিতি আর সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা বাজার এলাকা। আওয়াজ তুলে পছন্দের প্রার্থীর মার্কায় সিল মারতে ভোটারদের উৎসাহ প্রদানের দৃশ্য দেখা গেছে দিনভর। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় ২০ বছর অপেক্ষার সেই কাঙ্ক্ষিত নেতৃত্ব নির্বাচন। ভোটের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিতদের ফুলের মালা দিয়ে বরণ করেন অনেকেই। ভোটার ও সমর্থকরা একে অন্যের মুখে মিষ্টি তুলে দিয়ে প্রকাশ করেন বিজয় উল্লাস।