স্টাফ রিপোর্টার: আনাড়ি দায় দিয়ে টানাটানির কারণে মারা গেছে একদিনের শিশু সুমাইয়া খাতুন। টানাটানি করে ব্যর্থ হয়ে ক্লিনিকে ভর্তি পর সিজার পর জন্ম নেয়া শিশুটি মারা যায়। গতকাল শনিবার সন্ধ্যা চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের মা ক্লিনিকে শিশু সুমাইয়া খাতুন মারা যায়।
জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নাগদাহ গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী সেলিনা খাতুনের গত শুক্রবার সকালে প্রসব বেদনা উঠলে গ্রামের আনাড়ি দায় দিয়ে ডেলিভারির চেষ্টা করানো হয়। অবস্থা বেগতি দেখে সেলিনা খাতুনকে ওই দিন সন্ধ্যায় চুয়াডাঙ্গা হাসপাতাল রোডের মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাতেই সিজার করা হয়। একটি কন্যা সন্তানের জন্ম দেন সেলিনা খাতুন। নাম রাখা হয় সুমাইয়া খাতুন। গ্রামে আনাড়ি দায় দিয়ে টানাটানি করার কারণে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়। গতকাল শনিবার সন্ধ্যায় শিশু সুমাইয়া খাতুন মারা যায়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু কনসালটেন্ট মাহবুবুর রহমান মিলনের কারেছ জানতে চাওয়া হলে তিনি বলেন, গ্রামের আনাড়ি দায় দিয়ে নরমাল ডেলিভারি চেষ্টা করার পর সিজার করা হয়েছে। সেকারণে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়। সেকারণে শিশুটি মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন, নরমাল ডেলিভারির বৃথা চেষ্টা না করে সিজার করা হলে এ ধরনের ঘটনা ঘটতো না।