মুজিবনগরে সপ্তাব্যাপি খ্রিস্টীয় আনন্দমেলা উদ্বোধন

মুজিবনগর প্রতিনিধি: বড়দিন উপলক্ষে মেহেরপুর মুজিবনগর উপজেলার রতনপুর ও বল্লভপুর মিশন স্কুলমাঠে সপ্তাব্যাপি খ্রিস্টীয় আনন্দমেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার পৃথক অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলার উদ্বোধন করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। ইম্মানুয়েল চার্চ পুরোহিত রেভ. অমিত কুমার মল্লিক রতনপুর মেলার ও ইম্মানুয়েল চার্চ পুরোহিত রেভা. বিলিয়ম সরদার বল্লভপুর মেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর থানার ওসি রবিউল ইসলাম। বক্তব্য রাখেন ক্যাটিকিস্ট রুপচাঁদ মণ্ডল, চার্চ সম্পাদক মি. বাবুল মল্লিক, ডিনারি সম্পাদক মি. শঙ্কর বিশ্বাস, ইউপি সদস্য মি. দানিয়েল মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মি. দীনেশ মণ্ডল ও ক্লেমেন্ট অরুন মণ্ডল। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন প্রকার খেলাধুলার আয়োজন করা হয়েছে।