খবর:(চুয়াডাঙ্গায় মাছ কিনে অভিনব কায়দায় প্রতারণা)
সাহেব বাবু মাছ কিনেছেন
মাল পানি নেই পকেটে,
করেন নানান ফন্দি ফিকির
সটকে পড়েন ছক এটে।
কোট পরেছেন টাই পরেছেন
পরের চুলোর ছাই পরেছেন
শঠ ফকিরের বাচ্চা,
কাজ জানে সে আচ্ছা।
শূন্য পকেট নিয়ে দুজন
মাঝ কিনে নেয় বুদ্ধিতে,
মাছ ব্যাপারীর ভুলের মাসুল
হচ্ছে এখন সুদ দিতে।
-আহাদ আলী মোল্লা