স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক-জেলা ম্যাজিস্ট্রেট পর্যায়ে দু দিনের যৌথ সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ছয় জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট এলাকার বিজিবির পরিচালকসহ ৩৯ সদস্যের প্রতিনিধিদল বেলা ১১টায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট হয়ে ভারতের গেদে সীমান্ত দিয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে জেলা প্রশাসক চুয়াডাঙ্গার মো. দেলোয়ার হোসাইন, কুষ্টিয়ার সৈয়দ বেলাল হোসেন, মেহেরপুরের মাহমুদ হাসান, ঝিনেইদহের শফিকুল ইসলাম ও চাপাইনবাবগঞ্জের জাহাঙ্গীর কবীর; পুলিশ সুপার চুয়াডাঙ্গার রশিদুল হাসান, ঝিনাইদহের আলতাফ হোসেন, কুষ্টিয়ার প্রলয় সিসিম, রাজশাহীর আলমগীর কবীর, চাঁপাইনবাবগঞ্জের বশির আহমেদ ও মেহেরপুরের হামিদুল আলম এবং বিজিবি’র চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান, রাজশাহীর ৩৭ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল আনোয়ারুল আলম, চাপাইনবাবগঞ্জের ৯ ব্যাটালিয়নের পরিচালক আবু জাফর শায়খ মো. বজলুল হক ও কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর মেহেদী হাসান।
এছাড়া চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ, মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিমা খাতুন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মুজিবুল ফেরদৌস, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমুল হক পাভেল, কুষ্টিয়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান, চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাদল চন্দ্র হালদার, গোদাগাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর কবীর, চাঁপাইনবাবগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক ফজলুর রহমান ও সহকারী সার্ভে অফিসার ফেরদৌস হাসান।
প্রতিনিধিদলের প্রধান রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী জানান, দু দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ পরিবেশে দ্বিপাক্ষিক যোগাযোগ ও খোলামনে আলোচনা হবে। ভারতের নদীয়া ও মুর্শিদাবাদ জেলা ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা বৈঠকে উপস্থিত থাকবেন।
দর্শনা অফিস জানিয়েছে, বাংলাদেশ প্রতিনিধিদলকে দর্শনা জয়নগর সীমান্ত থেকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান ভারতের নদীয়া জেলা প্রশাসক ড. পি বি সার্মিল। সম্মেলনে ভারতের পক্ষে মধ্যে উপস্থিত থাকবেন মুর্শিদাবাদের জেলা প্রশাসক শ্রী রত্নাকর রাও, বিএসএফ’র সাউথ বেঙ্গলের আইজি, কৃষ্ণনগরের ডিআইজি ও মুর্শিদাবাদের ডিআইজি। দু দিনের সম্মেলন শেষে আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরতে পারে বাংলাদেশের প্রতিনিধিদল।