চার-ছক্কায় অনবদ্য রেকর্ড

মাথাভাঙ্গা মনিটর: মাত্র ৭৪ বলে শতক হাঁকিয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম। এ শুধু শতক নয়, অনবদ্য রেকর্ড। এ রেকর্ডের ওপর ভর করে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক ম্যাককালাম। ব্যাটে-বলে চার-ছক্কার তুফান ছুটিয়ে ছিলেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৫ রানের ইনিংস খেলতে ১১টি ছক্কা হাঁকান ডানহাতি এ মারকুটে ব্যাটসম্যান। ১১ ছক্কা দিয়ে এক বছরে সবচেয়ে বেশি ছক্কার মালিক ম্যাককালাম। ৯ টেস্টে ৩৩ ছক্কা হাঁকিয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। ২০০৫ সালে ১৫ টেস্টে ২২ ছক্কা হাঁকান অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।

চলতি বছরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে সেঞ্চুরির রেকর্ডটিও গড়েছিলেন ম্যাককালাম। ৮১ বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে রস টেলরের। ২০০৯/১০ সালে অস্ট্রেলিয়ার হয়ে হ্যামিলটনে সেঞ্চুরিটি করেন টেলর। এ ছাড়া ৮১ বলে ড্যানিয়েল ভেট্টরি ও ৮৩ বলে ব্রুস টেলররের সেঞ্চুরির রেকর্ড রয়েছে। এদিকে সেঞ্চুরির রেকর্ড গড়লেও ডাবল সেঞ্চুরির আক্ষেপে পুড়ছেন ম্যাককালাম। মাত্র ৫ রান করতে পারলে দ্রুততম সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় জ্বলজ্বরে তারকা হয়ে থাকতেন ম্যাককালাম। গতকাল শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচে ক্রাইস্টচার্চে ১৩৪ বলে ১৯৫ রানে শেষ হয় ম্যাককালামের ইনিংস।  ২০০১/০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এ মাঠেই ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি তুলে নেন স্বদেশী নাথান অ্যাস্টেল। এদিকে পাকিস্তানের বিপক্ষে শারজায় ১৮৬ বলে ডাবল সেঞ্চুরি করেন ম্যাককালাম। যা বল সংখ্যার হিসেবে দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকায় চারে অবস্থান করছে।