দামুড়হুদা চন্দ্রবাসের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস মিলিটারির ইন্তেকাল : আজ দাফন

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……….রাজেউন)। গতরাতে নিজ বাড়িতে তিনি মারা যান। ইদ্রিস আলী বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সন্ধ্যার পর আকস্মিক তিনি মারা যান। আজ শুক্রবার বেলা ১১টায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন অনুষ্ঠিত হবে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের ইদ্রিস আলী (৬৫) ওরফে ইদ্রিস মিলিটারি বেশ কিছু দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকার হার্টফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিয়ে গত ২১ ডিসেম্বর ফেরেন। গতকাল বৃহস্পতিবারও চলে ফিরে বেড়িয়েছেন। সন্ধ্যায় খাওয়া দাওয়াও সেরেছেন। রাত সাড়ে ৭টার দিকে আকস্মিক মৃত্যুর কোলে ঢলে পড়েন ইদ্রিস মিলিটারি। চন্দ্রবাস দিল্লিপাড়ার মৃত নুর বক্সের ছেলে ইদ্রিস মিলিটারি সংসার জীবনে দু ছেলে ও দু মেয়ের জনক। আজ শুক্রবার বেলা ১১টায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর পর তার দাফন সম্পন্ন হবে বলে পরিবারের লোকজন মাথাভাঙ্গাকে জানিয়েছেন।

Leave a comment