চুয়াডাঙ্গা-মেহেরপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া টাঙ্গাইল, রাজশাহী ও শ্রীমঙ্গল অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। প্রবাহমান শৈত্যপ্রবাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর এ পূর্বাভাস জানিয়ে বলেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
গতকালও গতপরশুর মতো সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়। গতপরশু ছিলো ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দশমিক ৭ বাড়লেও পরশুর মতোই গতকাল তীব্র শীত অনুভূত হয়েছে। অপরদিকে কনকনে শীতে দুস্থদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। গতকালও চুয়াডাঙ্গা ও মেহেরপুরের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাঙ্গাইল, রাজশাহী, যশোর, কুষ্টিয়া ও শ্রীমঙ্গল অঞ্চল সমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জের আ.লীগ নেতা মোবাশ্বের হোসেন চৌধুরী লিটন এলাকার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। তিনি গতকাল বুধবার বিকেলে মুন্সিগঞ্জ মোদনবাবুর মোড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- মোবাশ্বের হোসেন চৌধুরী লিটন, আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, সালাউদ্দিন, সিদ্দিক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন আহম্মেদ, সেক্রেটারি শিলন, হিরালাল, হিরো প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনা মেমনগরে হতদরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের পক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে মেননগর দাসপাড়ায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- আ.লীগ নেতা মোমিনুল ইসলাম, আ. রফিক কাবি, ফজলুর রহমান, আ. রহমান, ফয়সাল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, অসহায়, গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মেহেরপুর ফ্রেন্ডস ফাউন্ডেশন। গতকাল বুধবার বিকেলে ফ্রেন্ডস ফাউন্ডেশন মডেল একাডেমী প্রাঙ্গণে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বিশিষ্ট শিল্পপতি এএলএম জিয়াউল হক, সহসভাপতি জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, যুগ্ম সম্পাদক জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর আমিনুল ইসলাম, মেহেরপুর শাখা ব্যবস্থপক নূরুল ইসলামসহ ফ্রেন্ডস ফাউন্ডেশনের সদস্যরা।
শৈত্যপ্রবাহ অব্যাহত : তীব্র শীতে যবুথবু
