ইত্তেফাক ৬২ বছর ধরে মুক্তচিন্তার প্রতীক

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দৈনিক ইত্তেফাক’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার/মেহেরপুর অফিস: দৈনিক ইত্তেফাক স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী সময়ে যে অবদান রেখেছে তা অনস্বীকার্য। স্বাধীনতা পূর্ব সময়ে যেমন তৎকালীন পূর্ববাংলার মানুষকে স্বাধীনতার জন্য উদ্বুদ্ধ করেছে, তেমনই স্বাধীনতা অর্জনের পর সুন্দর সমাজ তথা সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে অবদান রেখেছে। এখনও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে ইত্তেফাক পূর্বের মতোই আন্তরিক। মুক্তচিন্তার প্রতীক। পত্রিকাটি মেলে ধরলেই তার প্রমাণ মেলে।
প্রকাশনার ৬২ বছর উদযাপনে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের আয়োজনে বক্তারা অভিন্ন মন্তব্য করে বলেছেন, স্বাধীনতা সংগ্রামের গণমানুষের কণ্ঠস্বর ছিলো ইত্তেফাক। এখনও বঞ্চিত মানুষের কথা বলে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার আহ্বান জানায়।
গতকাল বুধবার চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মাহতাব উদ্দীন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জ্বল, প্রেসক্লাব সেক্রেটারি সরদার আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ইত্তেফাকের চুয়াডাঙ্গা প্রতিনিধি আজাদ মালিতা, জীবননগর প্রতিনিধি মাহবুবুর রহমান বাবু ও দর্শনা প্রতিনিধি ধীরু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রথম আলো প্রতিনিধি শাহ আলম সনি।
অপরদিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কেক কেটে জন্মদিন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। দৈনিক ইত্তেফাক ও বাংলাভিশন মেহেরপুর জেলা প্রতিনিধি আবু লায়েচ লাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসকার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার শেখ ও জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্বাশত নিপ্পন। ইত্তেফাকের পথচলায় দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, ইত্তেফাকের গাংনী উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডাম, আরটিভি প্রতিনিধি দৈনিক মাথাভাঙ্গার গাংনী প্রতিনিধি মাজেদুল হক মানিক, বিটিভির সঙ্গীতশিল্পী আশরাফ মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কমর উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।