মুজিবনগরে কৃষকের বাড়িতে ডাকাতি

 

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের কৃষক আজাদ আলীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত সোমবার রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ টাকাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

জানা গেছে, রাত ২টার দিকে ১৭/১৮ জনের একদল সশস্ত্র মুখোশধারী ডাকাত আনন্দবাস গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আজাদ আলীর বাড়িতে হানা দেয়। বারান্দার গ্রিল ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা, সোনার গয়নাসহ ৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। গৃহকর্তাকে থানায় মামলা করতে বলা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন জানান, মাঝেমধ্যেই এলাকায় ডাকাতি হচ্ছে। কিন্তু এ পর্যন্ত ডাকাতদলের কেউ গ্রেফতার কিংবা মালামাল উদ্ধার হয়নি। তাই ডাকাতি বন্ধে পুলিশের আরো কঠোর অভিযানের দাবি জানান তিনি।