চুয়াডাঙ্গায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা সম্মেলন কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোরী মহন সরকার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন, সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ-আল সামী ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রদ্বীপ কুমার পাল। সভায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ সভাপতি, পিটিএ সভাপতি, প্রতিষ্ঠান প্রধান, সহকারী শিক্ষক ও লাইব্রেরিয়ানগণ উপস্থিত ছিলেন। সভায় বইপড়া, পাঠাভ্যাসের গুরুত্ব, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য ও কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ প্রক্রিয়ার মাধ্যমে বক্তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস গড়ে তোলার মধ্যদিয়ে শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। বিশ্ব সাহিত্যকেন্দ্রের আয়োজনে ও চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করে চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন।