কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মোবারেক বিশ্বাসের ছেলে মাদকব্যবসায়ী সাইফুদ্দিন (৪১)। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, গতকাল মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার নিয়ামতপুর গ্রাম থেকে ফেনসিডিল মামলায় তাকে গ্রেফতার করে।
জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুদ্দিনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ফেনসিডিল মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ বিচারক ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে সাইফুদ্দিন র্দীঘদিন যাবত বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।