৪৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা একাডেমী, ভি.জে ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের জয়লাভ

 

ক্রীড়া প্রতিবেদক: ৪৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল ৩টি খেলা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় চুয়াডাঙ্গা একাডেমী ১০ উইকেটে যুগীরহুদা আবুল হোসেন দাখিল মাদরাসাকে, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে আলিয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়কে ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়কে হারিয়ে জয়লাভ করেছে। গতকালের খেলা ৩টি পরিচালনা করেন আ. মালেক, টিপু সুলতান, সোহেল কায়েস ও আজিম হায়দার।