আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উপজেলার জেহালা ইউনিয়নের বড়পুটিমারী গ্রামে রাস্তার পাশের সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে রবিউলের বিরুদ্ধে। গতপরশু আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামে উত্তরপাড়ার দাউদ মণ্ডলের ছেলে রবিউল বাড়ি করার জন্য নিজের পুকুরে মাঠি ভরার কাজ করে। নিজের পুকুরের জমির ঢিবির ওপরের গাছসহ রাস্তার পাশের সরকারি জমির ওপর থেকে একটি বড় জাম গাছ ও দুটি মেহগনি গাছ কেটে ১ লাখ ৫০ হাজার টাকায় একই গ্রামের মাটুলের কাছে বিক্রি করে। গ্রামবাসী বাধা দিয়ে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে গতকাল সরেজমিনে গেলে রবিউলকে পাওয়া যায়নি। গ্রামবাসী জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছে।