জাতীয় পে-স্কেলে বেতন অন্তর্ভুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় আন্দোলন
স্টাফ রিপোর্টার: বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন জাতীয় পে-স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষকরা। গতকাল সোমবার শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয়। অথচ সেই শিক্ষকরাই সরকারের উদাসীনতায় মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা বলেন, বাংলাদেশ নাকি সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে; কিন্তু সরকারের আচরণ দেখে মনে হচ্ছে শিক্ষকদের অন্ধকারের দিকে ঠেলে দেয়া হচ্ছে। সরকারের এ দ্বৈতনীতি পরিহারের পরামর্শ দিয়ে অবিলম্বে জাতীয় পে-স্কেলে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। তা না হলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মজিবুল হক, সদর উপজেলার সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক ইমাম হাসান, সহসাংগঠনিক সম্পাদক দিলিপ কুমার, শিক্ষক নেতা তাইজেল হোসেন ও সাইদুর রহমান।