গাংনীতে মাদকব্যবসায়ীর কারাদণ্ড : হেরোইনসহ এক মাদকব্যবসায়ী আটক

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর মিনাপাড়া ও গাংনী ফুড গোডাউনের সামনে থেকে দু মাদকব্যবসায়ীকে গতকাল সোমবার পৃথক অভিযানে আটক করে পুলিশ। এদের মধ্যে নজিবুল ইসলামকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন।

গাংনী থানাসূত্রে জানা গেছে, সকালে মিনাপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে মাদকব্যবসায়ী নজিবুলকে ৫ পুরিয়া গাঁজাসহ নিজ গ্রাম থেকে আটক করা হয়। দুপুরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

অপরদিকে দুপুরে গাংনী থানার এসআই শঙ্কর ঘোষ সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গাংনী ফুড গোডাউনের সামনে অভিযান চালায়। এ সময় সদর উপজেলার শ্যামপুর গ্রামের রবগুল ইসলামের ছেলে মাদক ব্যবসায়ী আমিরুলকে (৪৫) ২ পুরিয়া গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে মামলাসহ আদালতে সোপর্দ করা হয়।