রেফারিসহ ১০ খেলোয়াড়কে পিটিয়ে জখম

দামুড়হুদার গোবিন্দহুদা মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারি

 

দর্শনা অফিস/দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার গোবিন্দহুদায় শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট। বেশ কিছুদিন আগে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। গতকাল রোববার বিকেলে ছিলো টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল ম্যাচ। এ ম্যাচে অংশ নেয় রামনগর মাথাভাঙ্গা যুবসংঘ বনাম দামুড়হুদা সদর একাদশ। খেলার প্রায় শেষ পর্যন্ত ১ গোলে এগিয়ে থাকে রামাযুস। খেলার শেষে ২ মিনিট আগে দামুড়হুদা একাদশের খেলোয়াড় ও সমর্থকরা মাঠে হই হুল্লা শুরু করতে করতে মাঠে প্রবেশ করে। এ সময় রেফারি শ্রী শিল, সহকারী রেফারি রবিউল ও রিফুকে বেধরকভাবে মারধর করা হয়েছে। রেফারিদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছে রামাযুসের খেলোয়াড়দের মধ্যে সাগর, রুমি, লিটু, লিটন, বাক্কা, রাজন ও ক্লাবের কর্মকর্তা ষাটের দশকের কৃতী ফুটবলার মোমিনুল ইসলাম। পরে খেলা বয়কট করা হয়েছে। গতকালই রামাযুসের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কাছে করা হয়েছে অভিযোগ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি তোলা হয়েছে।

Leave a comment