দামুড়হুদায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এমপি আলী আজগার টগর

গরিবের দুখ-কষ্ট আওয়ামী লীগ সরকারই বোঝে

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় গরিব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার অসহায় দুস্থদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এ সময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশে প্রায় ১৮ কোটি মানুষ। তারপরও এখন আর কোনো মানুষকে না খেয়ে থাকতে হয় না। শীতে যেন কষ্ট করতে না হয় তার জন্য শীতবস্ত্রের ব্যবস্থাও করা হয়েছে। দুস্থ অসহায়দের জন্য বয়স্কভাতা, বিধবাভাতা দেয়া হচ্ছে। শুধু তাই নয় মেয়েদের মাতৃত্বকালীনভাতা, মুক্তিযোদ্ধাভাতা, ভিজিএফ, ভিজিডি এসবই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা-চেতনার ফসল। কারণ একমাত্র আওয়ামী লীগ সরকারই গরিবের দুখ-কষ্ট বোঝে।

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, অফিস সহকারী বদর উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুফি মোহা. রফিকুজ্জামান, মৎস্য অফিসার সমীর কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল, সহকারী প্রকৌশলী খালিদ হোসেন, আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, দামুড়হুদা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা প্রমুখ।