রাতেই ফলাফল ঘোষণা : ভর্তি ফরম উত্তোলন ২৮ ও ২৯ ডিসেম্বর

চুয়াডাঙ্গা ভি.জে ও সরকারি বালিকা বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা সম্পন্ন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ভি.জে উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভর্তিযুদ্ধ শেষ হয়েছে। গতকাল রোববার তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করে দুটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ। ২০১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি হতে পারবে।

admission 1

জানা গেছে, চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দুটি শিফটে ২৪০ আসনের বিপরীতে বালিকা বিদ্যালয় কেন্দ্রে গতকাল ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৫৮০ জন ছাত্র। অপরদিকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমান সংখ্যক আসনে ভর্তির জন্য ভি.জে স্কুল কেন্দ্রে অংশ নেয় ৫৪৮ জন ছাত্রী। গতরাত ৮টার দিকে স্ব স্ব বিদ্যালয়ের নোটিশ বোর্ডে ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীদের রোল নম্বর টাঙিয়ে দেয়া হয়।

মেধাক্রমানুসারে ২২৭ জন ছাত্র ভি.জে স্কুলে ভর্তির যোগতা অর্জন করে। তাদের রোল নং হলো- ৫০৪, ৩৪৩, ১৯০, ১৫৮, ৪৯০, ৪৯১, ৩৯১, ৪৩১, ২৯২, ৩৫৩, ৫১, ৪৫১, ২৭৭, ২৮১, ৪৪৫, ৯, ৩৮২, ৪৫৬, ৯৯, ৩৯৪, ৪৪৪, ১৯৭, ১৭২, ১১১, ৫১৮, ৪৩৭, ৪৩৪, ৩৪৪, ৪১১, ১৮০, ৪৭২, ৩৮৯, ৩০৪, ৪৮৬, ১৩৪, ৪০৩, ৫৫৮, ১৩৭, ৯২, ৪৭, ৪১০, ১৭৫, ১৮১, ৪, ৪৯৯, ৪৯, ৩৪৯, ৫১৩, ২০৫, ৭০, ২১, ৩৮০, ৫১৬, ১৫৭, ৪২৫, ৩৫, ২৪৭, ১৭৯, ৩, ৪১৮, ১৮৬, ১৮৩, ১৫, ২, ৯৩, ৩৭১, ৬১, ২৪৮, ১০০, ১৫০, ৪১৩, ৩৮৫, ২৮৩, ৪২৮, ৩৭, ৩০০, ৩৪৭, ৮৩, ৫০৯, ২৭৫, ৩৮৪, ১৭, ১০, ১৮৯, ৩৯৭, ৬৬, ৩১৪, ১০২, ২৬৯, ৫২৩, ৩১, ৪১৬, ৪৩৬, ৪০৬, ৫৫৫, ৩৪, ১২১, ৫৬৬, ৩৯২, ৪২৩, ১০৫, ১৯, ১৯৫, ৪৮২, ৯৫, ৩৪৫, ১৯৪, ৩১২, ৫৩০, ৪০, ৪৩০, ৫১৫, ৪২০, ৫৫৭, ৩৯০, ৩৪৬, ১৮, ৪৪৬, ৪৮৫, ১০৯, ২০, ২১৩, ৫২, ১৪৩, ৩৭৮, ২৭৮, ৪৫৮, ৮৭, ৬৪, ৪৪৩, ৫২৪, ৪৯৪, ৩১৭, ৪২৯, ৩৪৮, ৩৩, ৪৭১, ১১, ১৮৮, ৪৮, ২৭৪, ৯১, ১৯৩, ৩৮৬, ২৯৩, ৫৩৩, ১৮২, ১৭৮, ৫১১, ৫৪৩, ৪৯৭, ৪৪০, ৫৭৭, ৩১৩, ১৫৩, ৪৭৪, ৩৮৩, ১৯২, ৭১, ৪২৪, ৩৮৭, ১৯৮, ২৬০, ৪১৫, ৫৩, ২০২, ২৬১, ৫৫৯, ৬৮, ৫০১, ২৫০, ৭৪, ১৩৮, ৪০১, ৩৭৪, ৩৯৬, ১৯৬, ৩৭৬, ৫৩৬, ৫১৯, ৩০৮, ৩৭৭, ৪৬৯, ৯০, ৩১১, ৪৪১, ১৭৪, ১১৩, ৫০৭, ৩৩১, ১৪৬, ৮৫, ৪১৭, ৩৯৫, ৪০২, ১৯৯, ৪০৮, ১৪৫, ১৮৪, ২৫৯, ৩৯৮, ৫২০, ১৭০, ৩৬৮, ৫০৩, ২৮৬, ২০০, ৭৭, ২৫৪, ২৪৫, ১৮৫, ৪২৭, ৪৭৩, ৪১২, ২৪০, ৪১৪, ২৭৩, ২২৩, ২২, ৪০৫, ৫, ২০৯, ৩৭৫, ৫১৭, ৩০৫, ২০৪, ১৩|

এছাড়া মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত ১২ জনের রোল নং হলো- ১৮৭, ২৫৩, ১২, ১০৬, ৪২১, ২২৪, ২৫৭, ৪৩২, ১৭৭, ২৫১, ৩০৬, ৬২। পোষ্যকোটায় একজনকে নির্বাচিত করা হয়েছে। তার রোল নং ৫২৫।

চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছে মোট ২৪১ জন ছাত্রী। মেধাক্রমানুসারে নির্বাচিতদের রোল নং হলো- ৫৩৪, ৫৩০, ৩৩, ৪, ৬৮, ৭৫, ৮৪, ২০৫, ৪২০, ১৮৫, ১১, ৮৭, ৮৯, ১৫৩, ২১২, ৪১৫, ৪৭৬, ১১৫, ১৯৬, ৩৯৮, ৩৪০, ৫, ৩৬, ১৮৯, ১৯, ৪২১, ৫২২, ৩৫, ৩৮১, ৩৮২, ৩৪৪, ২২, ১২৯, ১৭২, ১৯১, ২০৬, ৩৪২, ৩৮৯, ৪০০, ১৩, ১০১, ১৮০, ১৮৭, ২৩৭, ২৩৮, ৩৩৯, ৩৮৮, ৪৩৬, ৫২৯, ২৩, ১৬২, ১৭০, ১৮৮, ২০৪, ২২৮, ২২৯, ৩৩৩, ৩৯৭, ৫২৮, ১, ৮৫, ৯৫, ১০৬, ১৪৬, ১৬৯, ১৭৯, ১৮৪, ৫২১, ২১১, ৫১৪, ৫১৫, ৫২৬, ৫৩৩, ২, ৩৪, ৫১, ৫৮, ৬৬, ১৫২, ১৭৫, ১৮১, ৪৩৫, ৪৩৯, ১৭, ৬৪, ২১৬, ৩১৮, ৩৩৪, ৪০২, ৩৪১, ১৮, ৮৮, ১০৪, ১২৭, ১৭৭, ১৯২, ২৯৪, ৫৫৪, ৪২৫, ৮, ২১, ৫৬, ৫৯, ১১৭, ১২৮, ১৪৪, ৩০৮, ৩৭৮, ৩৮৭, ৩৯৯, ৪০৩, ১৯০, ৪০৯, ৬১, ৬২, ৮৬, ২৩০, ২৯৮, ৩৪৬, ৪০৭, ৩৯, ২১৭, ৩১২, ৩৯২, ৩৯৩, ৪১৪, ৪৪৯, ৪৭৮, ৪৯৫, ৫২৩, ১৫০, ১৮২, ২১৩, ৩২৫, ৩৯০, ৪৪৮, ৪৯৯, ৫১৮, ৫২০, ১৬০, ১৬১, ১৭১, ১৯৪, ৩৩০, ৪০৫, ৪১৩, ৪৬৩, ২৮, ১৮৬, ৩৭৫, ৪৬৫, ৪৮১, ৫১২, ৩৩৮, ৪৪৭, ৪৬০, ৯, ৩৭, ১৫৫, ১৭৩, ২৩২, ২৫০, ২৬৮, ৪২, ৩৫৩, ৪৬১, ৪৬৬, ৪৭৪, ৩৩১, ১৩৯, ২৮৯, ৩১১, ৩২৪, ৩৩৫, ৩৫২, ৪২৩, ৫১৬, ৫৩১, ২৭, ৬০, ৮০, ৮৩, ২৭৮, ৩১০, ৪৫৯, ৫০৯, ২৭৭, ২৪৩, ২৬৪, ২৭৩, ৫২৫, ৩২৭, ৩৪৮, ৩৬৬, ৪১২, ১৪০, ১৫৮, ১৭৬, ৩৪৯, ৪২৮, ৩০৭, ১০, ৫৩, ৬৫, ৫৪, ১৪৫, ১৩০, ২১৪, ৩৩৭, ৪১০, ৪১৬, ৫১১, ৩৫৭, ৭৯, ১০৯, ১২৩, ৩৮০, ৪৬৪, ৮২, ১৭৮, ২২৩, ২৪৮, ৩৫৯, ৪৮০, ২৮২, ৭১, ৭৬, ১০২, ৫১০। মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সুযোগ পাওয়া ১২ জন ছাত্রীর রোল নং হলো- ৯০, ৪২৪, ৪০১, ২০, ২২২, ৪০, ৩২৮, ১৬৫, ৩২৬, ১১০, ২০৭, ৯১।

ভর্তির যোগ্যতা অর্জনকারী ছাত্র-ছাত্রীরা আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর স্ব স্ব বিদ্যালয় অফিস হতে সকাল ১০টা থেকে বেলা ২টার মধ্যে ভর্তি ফরম সংগ্রহ করবে।