মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের কমিটি গঠন

 

সোহেল সভাপতি ও রাসেল সম্পাদক

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা বাস্তুহারা লীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সোহেল আহমেদকে সভাপতি ও এসএম রাসেলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকাস্থ জেলা বাস্তুহারালীগের অফিস কার্যালয়ে ওই কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি নাজিম ইকবাল লিবার্ট। জেলা বাস্তুহারালীগের সাধারণ সম্পাদক ফিরোজ আলীর সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এমএম হান্নান, শহর যুবলীগের যুগ্ম সম্পাদক শহিদুজ্জামান সুইট। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাস্তুহারা লীগ নেতা সোহেল আহমেদ, এসএম রাসেল, শহর বাস্তুহারা লীগের আহ্বায়ক জামান আজিজ বেল্টু, এমএ মালেক, মো. শিপন প্রমুখ। পরে সোহেল আহমেদকে সভাপতি ও এসএম রাসেলকে সাধারণ সম্পাদক করে মোট ৫৩ সদস্য বিশিষ্ট সদর উপজেলা বাস্তুহারালীগের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেহেরপুর জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি নাজিম ইকবাল লিবার্ট বাস্তুহারা লীগের কার্যালয়ে একটি টেলিভিশন উপহার দেন।

Leave a comment