নানা আয়োজনে মেহেরপুর থিয়েটারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

মেহেরপুর অফিস: নানা আয়োজনের মধ্যদিয়ে মেহেরপুর থিয়েটারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিটিভির সঙ্গীতশিল্পী আশরাফ মাহমুদ, স্থানীয় শিল্পী মাসুদুল হাসান, ফৌজিয়া আফরোজ তুলি, এম সাইদুর রহমান, তানিয়া আলী, সঙ্গীতা ব্যানার্জি, আসাদুল ইসলাম, কাকুলী আক্তার প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সোহাগ, হৃদিতা রহমান, মায়াবী প্রমুখ। রাতে আলাউদ্দিন আলীর রচনায় ও সহকারী অধ্যাপক সাইদুর রহমানের পরিচালনায় নাটক স্বাধীনতা ও গণতন্ত্রের প্যাঁচালি মঞ্চস্থ হয়। এর আগে দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। মেহেরপুর থিয়েটারের সভাপতি মো. হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ আসকার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- মেহেরপুর থিয়েটারের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান।