নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশনে বেশি বেশি কাজ করার আহ্বান

দামুড়হুদার বড়দুধপাতিলায় পাইপলাইন ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন ও গণমাধ্যমের সাথে মুক্ত আলোচনা

 

স্টাফ রিপোর্টার: এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যশোর অঞ্চলের সহযোগিতায় রিসো চুয়াডাঙ্গার আয়োজনে গতকাল রোববার দুপুরে গণমাধ্যমের সাথে মুক্ত আলোচনা ও চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বড়দুধপাতিলা গ্রামে পাইপলাইন ওয়াটার সাপ্লাই স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গণমাধ্যমের সাথে মুক্ত আলোচনা ও পাইপলাইন ওয়াটার সাপ্লাই স্কিমের কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।

এ সময় প্রধান অতিথি এমপি আলী আজগার টগর বলেন ‘হাউলী ইউনিয়ন আমার ইউনিয়ন। এ ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রাম মারাত্মক আর্সেনিকে আক্রান্ত। এ পর্যন্ত ২১ জন আর্সেনিকোসিস রোগে মারা গেছেন যা অত্যন্ত বেদনাদায়ক। এই ছোট্ট গ্রামে বর্তমানে প্রায় ৫০০ জন আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী রয়েছে যাদের জরুরিভাবে সুচিকিৎসা, নিরাপদ পানি এবং সচেতনতা দরকার। তা না হলে এই মানুষগুলোকে বাঁচানো যাবে না। আমি ইউরোপিয়ান ইউনিয়ন, এনজিও ফোরাম এবং রিসোকে ধন্যবাদ জানাই যে তারা এই মানুষগুলোকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য পাশে এসে দাড়িয়েছে।’

প্রধান অতিথি আরো বলেন, রিসো ও এনজিও ফোরামকর্তৃক কৃষক আজিবর মণ্ডলের দানকৃত দু শতক জমির ওপর ৩৩ লাখ টাকা ব্যয়ে পাইপলাইনের মাধ্যমে নিরাপদ পানি সাপ্লাইয়ের যে কাজ আজ আমরা শুরু করলাম তা এই গ্রামের ৫৯০টি পরিবার নিরাপদ পানি পাবে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আমার নির্বাচনী এলাকার বেশিরভাগ গ্রামেই নিরাপদ পানি ও স্যানিটেশনের সমস্যা রয়েছে আমি সেই সব এলাকায় তাদেরকে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী মো. খালিদ হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ্ মিন্টু, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, এনজিও ফোরাম যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইনচার্জ মনিরুল ইসলাম, এনজিও ফোরাম ঢাকার প্রোগ্রাম প্রকৌশলী তরিকুল ইসলাম, পাইপলাইন ওয়াটার সাপ্লাই স্কিম ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান প্রমুখ। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় কর্মরত প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পাইপলাইন স্কিম উদ্বোধন শেষে চুয়াডাঙ্গা রিসো সভাকক্ষে দুপুর ১টায় প্রকল্পের কার্যক্রমের ওপর গণমাধ্যমের সাথে মুক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপন করেন রিসো’র সমন্বয়কারী দারুল ইসলাম।