চুয়াডাঙ্গা ছাত্রদলের মিছিলে পুলিশি বাধা

স্টাফ রিপোর্টার: গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশের আয়োজন করা হয়। মিছিল বের করে কিছু পথ হাঁটতেই বাসস্ট্যান্ডের কাছে পুলিশ বাধা হয়ে দাঁড়ায়। ফলে মিছিলটি কেদারগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে ফিরে সমাবেশে মিলিত হয়।

চুয়াডাঙ্গা ছাত্রদল এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক জাহিদ মো. রাজিব খাঁন। সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহজাহন খাঁন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির প্রবীণ নেতা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার আলী হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা মহিলাদলের সভাপতি জেলা বিএনপির সদস্য রউফুন নাহার রীনা। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম মঙ্গল, মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু আলা সামসুজ্জামান, আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা বিএনপির সদস্য হাজি মো. রবিউল ইসলাম বাবলু, ওলামা দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন।

সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদল নেতা এমএইচ মোস্তফা, শিপুল। উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হুমায়ন কবির আকাশ, নাসিমুজ্জামান সোহাগ, মাসুদ, স্কয়ার, পারভেজ মহলদার, রিন্টু মহলদার, ওয়ালিদ, সাগর, আশরাফুল, জুরোন, ছাত্রদল নেত্রী তাসমিন তাবাছুম ছোয়া, অন্ত ও রাকিবসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজিত তারেক রহমানের কুশপুত্তলিকা দাহের প্রতিবাদে সমাবেশ শেষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ হাসান চত্বরের দিকে অগ্রসর হতে গেলে পুলিশি বাধায় মিছিলটি পণ্ড হয়ে যায়।