চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে তারেক রহমানের বিরুদ্ধে মামলা

বঙ্গবন্ধু সম্পর্কে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও কুষপুত্তলিকা দাহ

 

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহসহ দেশের বেশ কয়েকটি জেলায় একযোগে মামলা করেছে ছাত্রলীগ। গতকাল রোববার বিভিন্ন জেলায় ছাত্রলীগ নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করে। সপ্তার প্রথম কার্যদিবসে এসব মামলায় কোথাও কোথাও তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সমন জারি করা হয়েছে। মামলার পাশাপাশি ছাত্রলীগ বিক্ষোভ ও তারেকের কুশপুত্তলিকা দাহ করেছে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল থেকে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে।

20141221123926 (1)

          জানা গেছে, বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চুয়াডাঙ্গার আমলি আদালতে মানহানির মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সভাপতি শরিফ হোসেন দুদু বাদী হয়ে গতকাল রোববার বেলা ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুহা. আমীনুল ইসলামের আমলি আদালতে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী তসলিম উদ্দিন ফিরোজ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারির আদেশ দিয়েছেন। আগামী ২১ জানুয়ারি মামলাটির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর তারেক রহমান লন্ডনে থাকা অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানপ্রেমী বাংলাদেশ বিদেশি খুনি রাজাকার বলে বক্তব্য প্রকাশ করেন। যা বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ও দৈনিক পত্রিকাগুলোতে প্রকাশিত হয়। বাদী ১৭ ডিসেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারেন। সংবাদ প্রকাশের কারণে প্রয়াত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের মান-সম্মান দারুণভাবে ক্ষুণ্ণ হয়েছে। যা টাকার মানদণ্ডে নিরুপণ করা সম্ভব নয়। এ কারণে বাদীর মনে দারুণভাবে আঘাত লেগেছে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল সমাবেশ, মামলা ও তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করে। জেলা ছাত্রলীগের সভাপতি শরীফ হোসেন দুদুর নেতৃত্বে কেদারগঞ্জ নতুন বাজার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের শরীফ, ফরিদ আহমেদ, তরিকুল ইসলাম, সজল, শান্তি রেজিও শিহাব, মেহেদী আজনার, রাজা, পৌর ছাত্রলীগের সভাপতি জাবিদ, সাধারণ সম্পাদক সজল, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জানিফ, জ্যাকি, বিপ্লব, কানন, পৌর ছাত্রলীগের জাহাঙ্গীর, হাসান মন্টা, তাপু রুবেল, তাওরাত, জর্জ, অনিক, রাকিব, সামাদ, রিস্তাক, মিলন, আরিফুল, সাবেক ছাত্রলীগ নেতা ভুলন, হাফিজ, বিপ্লব, বুলবুল, জনি, ভুলোন বাবু, লিমু প্রমুখ। সমাবেশ শেষে কোর্ট মোড়ে তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করা হয়। সমাবেশ পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফরিদ আহমেদ। সমাবেশ শেষে নেতাকর্মীরা চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল কোর্টে হাজির হয়ে তারেক রহমানের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি করার জন্য মামলা দায়ের করেন। মামলাটি কোর্টে তোলেন অ্যাড. ফিরোজ আহমেদ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছে, বঙ্গবন্ধুকে রাজাকার, খুনি বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঝিনাইদহে মানহানি মামলা দায়ের করেছে জেলা ছাত্রলীগ। গতকাল রোববার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৫ ডিসেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির আয়োজিত আলোচনাসভায় বঙ্গবন্ধু সম্পর্কে কটূক্তি করে এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আব্দুল খালেক সাগর।