দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শনকালে এমপি টগর

 

যাত্রী সেবার মান আরো উন্নত করতে হবে

দর্শনা অফিস: খানেকটা হঠাত করেই দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে রেলস্টেশন পরিদর্শনকালে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে এমপি টগর বলেন, দেশের সার্বিক উন্নয়নের সাথে সাথে রেল যোগাযোগ ব্যবস্থা আরো উন্নয়ন করা হয়েছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। তাই সবক্ষেত্রে লেগেছে উন্নয়নের ছোঁয়া। আর্ন্তজাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে যাত্রী সেবার মান আরো উন্নত করতে হবে। যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেদিকে সজাগ থাকতে হবে। যাত্রীদের কোনো প্রকার হয়রানি বরদাস্ত করা হবে না। এ সময় এমপি টগরের সাথে ছিলেন- দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দর্শনা কাস্টমস সার্কেলের সহকারী কমিশনার কাজী বজলুর রশিদ, দর্শনা আন্তর্জাতিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, ফয়সাল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ। পরিদর্শনকালে এমপি টগর ঢাকা-কোলকাতাগামী যাত্রীদের খোঁজখবর নেন। পরে কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্তভাবে মতবিনিময় করেন।